চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুরপাড়া, কাঞ্চনাবাদ এবং হাশিমপুর বরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছৈয়দাবাদের শীর্ষ মাদক ব্যবসায়ী কাজী মোঃ সাইফুল (৪৫) ও মধ্য হাশিমপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল (৪২)কে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সোমবার (৪ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ছৈয়দাবাদের শীর্ষ মাদক ব্যবসায়ী কাজী মোঃ সাইফুল এর কাছ থেকে ১৪ লিটার বাংলা মদ, ৫০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। অপরদিকে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল এর কাছ থেকে ৬ লিটার বাংলা মদ এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বী।
আটককৃত কাজী মোঃ সাইফুল (৪৫) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার মোঃ ফজলুল করিমের ছেলে। অপরদিকে মোঃ সোহেল (৪২) হাশিমপুর ইউনিয়নের মধ্য হাশিমপুর মোঃ শহীদ হোসেনের ছেলে।
সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত দুই মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
Leave a Reply