নিউজ ডেস্ক: স্বনামধন্য আইনজীবী মোকাররম হোসাইন দুর্নীতি দমন কমিশন-চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত হয়েছেন। তিনি কক্সবাজারের পেকুয়ার কৃতি সন্তান।
ইতিপূর্বে তিনি চট্টগ্রামের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লিগ্যাল এডভাইজর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
এডভোকেট মোকাররম হোসাইন বলেন, রক্তস্নাত বিপ্লবের পর নতুন বাংলাদেশে বৈষম্য ও দুর্নীতির কোনো স্থান থাকতে পারে না। রাস্ট্র পক্ষ দুর্নীতির ব্যপারে জিরো টলারেন্সে থাকবে। প্রসিকিউশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের এতটুকু ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ।