আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সুমনের হাতে রাশিয়ার স্তেনিন কনটেস্টের পুরস্কার

Spread the love

নিউজ ডেস্ক: ফটোসাংবাদিক সুমনের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় রুশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা।

চট্টগ্রামের ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন রাশিয়ার আন্দ্রেই স্তেনিন আন্তর্জাতিক প্রেস ফটো কনটেস্টে প্রথম পুরস্কার অর্জন করেছেন। ঢাকায় রুশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা তাঁর হাতে সম্প্রতি এ পুরস্কার তুলে দেন।

দেশের দৈনিক একটি জাতীয় পত্রিকায় কর্মরত সুমন দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ফটো সাংবাদিকতায় যুক্ত। এটি তাঁর দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ।

সুমনের পুরস্কারপ্রাপ্ত ছবি ‘Children of Chittagong are playing on piles of dirt’ drain’ নির্মাণকাজ চলাকালে মাটির স্তূপে ক্রিকেট খেলা একদল কিশোরের চিত্র তুলে ধরে। এছাড়া তাঁর আরেকটি ছবি ‘Praying in the Field’, যেখানে বালুর বস্তার পাশে এক দিনমজুরের নামাজ পড়ার দৃশ্য দেখা যায়। এটি জুরি অনারেবল মেনশন পেয়েছে।

রুশ সংবাদমাধ্যম Rossiya Segodnya-এর প্রয়াত বিশেষ ফটোসাংবাদিক আন্দ্রেই স্তেনিনের নামে এই বার্ষিক প্রতিযোগিতা আয়োজন করা হয়, যার লক্ষ্য ১৮ থেকে ৩৩ বছর বয়সী তরুণ আলোকচিত্রীদের উৎসাহ দেওয়া। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর প্রতিভাবান আলোকচিত্রীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর