আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনজুর মোর্শেদ মামুন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

দেশের সার্বিক পরিস্থিতি ও গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিষয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের ১ম ধাপে ৩৬জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এই তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের সিনিয়র নেতারা।

চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।

দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ – সাতকানিয়া আংশিক) আসনের প্রার্থী মনজুর মোর্শেদ মামুন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ নিজ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ ও দলীয় প্রচারণা চালিয়ে আসছেন। নিজ আসনের জনসাধারণের মাঝে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক পৌঁছে দেওয়ার পাশাপাশি দলটিকে একটি সংহত অবস্থানে নিয়ে যেতে তিনি বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দলীয় প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর মনজুর মোর্শেদ মামুন বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে প্রথম ধাপে প্রার্থী ঘোষণা করায় ডাকসুর সাবেক ভিপি নুরুলহক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। চট্টগ্রাম -১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে সাধারণ জণগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, আধুনিক চন্দনাইশ বির্নিমানে জন্য সবাইকে পাশে চাই।

চন্দনাইশের সর্বস্তরের জনগণ, দলমতে উর্ধ্বে উঠে সবার জন্য কাজ করে যেতে চাই। মহান মুক্তিযুদ্ধের আকাঙ্খা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিশার ভিত্তিক এবং জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রেখে আধুনিক কল্যাণমূলক চন্দনাইশ প্রতিষ্ঠা করবো। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকালে কাছে দোয়া প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে ভালো কিছু হবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর