আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানা

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় মোটর সাইকেল ও সিএনজিকে জরিমানাকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ জুলাই ) বিকেলে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্য ও থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, সড়ক পরিবহন আইন ,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মোটর সাইকেল ও ২টি সিএনজিকে অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর