নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গাস্থ কাটগড় বাজার এলাকায় যানজট নিরসনের পাশাপাশি ফুটপাত দখল করে রাস্তার দুপাশে গড়ে তোলা কয়েক শতাধিক অবৈধ ভাসমান দোকানপাট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সিএমপির পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
১৩ জুলাই রাত ৮ টায় পতেঙ্গা কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মো. মমতাজ উদ্দীনের আহ্বানে অবৈধ বাজার উচ্ছেদ ও জনদূর্ভোগ এড়াতে এতে
অংশ গ্রহন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পতেঙ্গা নাগরিক পরিষদ, চলার পথে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
যানজট ও দখলমুক্ত ফুটপাতে এলাকাবাসী যেন নির্বিগ্নে চলাচল করতে পারে সেজন্য কাটগড় শ্মশান কালী মন্দির থেকে সিটি কর্পোরেশন মহিলা কলেজ পর্যন্ত যারা বিভিন্ন মহল ও সিন্ডিকেটকে চাঁদা দিয়ে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি ভাসমান দোকানীদের অন্যত্র চলে যেতে সচেতনতা মূলক মাইকিংয়ের করা হয়।
অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে এবং চাঁদাবাজি রুখে দিতে
আগামীকাল সন্ধ্যায় একই সময়ে কাটগড় মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,পতেঙ্গা নাগরিক পরিষদ,চলার পথে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা কাটগড় ব্যবসায়ি সমবায় সমিতির লিমিটেডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. নাছির সওদাগর, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো.আবু তোরাব ছিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক ইউনুচ পাটোয়ারী, দপ্তর সম্পাদক মো.মহিউদ্দিন, নির্বাহী সদস্য সাহাব উদ্দিন, মহিউদ্দিন।
পতেঙ্গা নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোরশেদ। এনসিপি নেতা অনিক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য, ইসমাঈল হোসেন নয়ন,পতেঙ্গা থানার আহ্বায়ক অনিক হোসেন, খালেদ সাইফুল্লাহ। চলার পথে ইসলামের এডমিন মামুন হোসেন।