মো. নুরুল আলম: ফ্যাসিবাদের পতন হলেও এখনো দেশ পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি। এখনো সংস্কারের অনেক কিছু রয়েছে। ৫ই আগষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে শিশুসহ অনেক উজ্জ্বীবিত তরুণ দেশের জন্য প্রাণ হারিয়েছে।এসময় অনেককে দেখেছি বিভিন্ন হাসপাতালে শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন। কেউ কেউ মৃত্যুবরণ করে হাসপাতালের বারান্দায় পড়ে রয়েছে। অনেক শিশুও এসময় স্বৈরাচারের গুলি থেকে রেহায় পায়নি। গুলিতে আহত হয়ে মৃত্যু বরণ করেছে। তরুণদের এই ধরণের দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্ঠান্ত সত্যিই গৌরবের সঞ্চার করে। তিনি ভবিষ্যৎ তরুনদের রাজপথে থাকার আহ্বান জানান। মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত নবচিন্তা তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার (১২ জুলাই) উপজেলার অডিটোরিয়ামে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা: শাহাদাত হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক হাসান আলী, টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।
একইদিন বিকালে উপজেলা অডিটোরিয়ামে চট্টগ্রামের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।