পূর্ব আলো ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের একান্ত সচিব (এপিএস) মারুফুল হক চৌধুরীর কন্যা মায়শা মালিহা বিনতে মারুফ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অসাধারণ ফলাফল অর্জন করেছে। সে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২২৮ নম্বর পেয়ে জিপিএ-৫ লাভ করার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসায় শিক্ষা বিভাগে মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে।
তার এই কৃতিত্ব শুধু বিদ্যালয়ের জন্যই নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। শিক্ষার্থী মায়শার এই ব্যতিক্রমধর্মী সাফল্যে আনন্দে উদ্বেলিত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমরা পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষকবৃন্দ, মায়শা মালিহার এ অর্জনে গর্বিত ও আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছি।