পূর্ব আলো ডেস্ক: ৪৪তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাইসা কামরুল যিশা।
রাইসা কামরুল যিশার জন্ম চট্টগ্রামে। সে বিজ্ঞান বিভাগে এসএসসি ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ এবং এইচএসসি চট্টগ্রাম কলেজ হতে সম্পন্ন করেন। তাঁর বাবা প্রফেসর মুস্তফা কামরুল আখতার ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান। শৈশব থেকেই যিশার বই পড়া, আঁকাআঁকি, স্কেচ ও পেইন্টিংয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল, যা তাঁকে সৃজনশীলতার পথে এগিয়ে নিয়েছে।
২০২০ সালে রাইসা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), ঢাকা থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন ও ফ্রিল্যান্সিং এ কাজ করেছেন। ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে সহকারী পরিচালক হিসেবে। বর্তমানে তিনি স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে 'সহকারী স্থপতি' হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-পরবর্তী সময়ে বিসিএসের প্রস্তুতি নিয়ে ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩৩তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হন। স্থাপত্য থেকে প্রশাসন ক্যাডার—এ যাত্রায় তাঁর অধ্যবসায় ও বহুমুখী প্রতিভাই তাঁকে এই সাফল্য এনে দিয়েছে।