আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার কমিটি গঠনঃ সভাপতি রাজিব ও সম্পাদক মহিউদ্দিন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন – ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই) চন্দনাইশ গাছবাড়িয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ কাউন্সিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলিত হয় এক প্রাণবন্ত মিলনমেলা।

হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলামের সভাপতিত্বে এবং আবু সাঈদ আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ক্বারী আল্লামা ফেরদৌসুল আলম খান আলকাদেরী, উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান ফারুকী, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম আনসারী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আমিনুল্লাহ্, ইসলামী ফ্রন্ট পৌরসভার সাধারণ সম্পাদক মাজহার হেলাল, মঈন উদ্দীন সুন্নী, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক শাহেদ এবং বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রশিদ। আরো উপস্থিত ছিলেন ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল মুবিন এবং শাহ নেওয়াজ চৌধুরী শুভ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন রিফাতকে সভাপতি, এমরানুল হক মহিউদ্দিন কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মোরশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও মুহাম্মদ নাফিক মোস্তফা কে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হলেন অহিংস ছাত্ররাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আদর্শিক ও সংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ।”

পরিশেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর