নিজস্ব প্রতিনিধি: চন্দনাইশে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান ও উদ্যোক্তা প্রবণতায় সফল ছয়জন উদ্যোক্তাকে সম্মাননা জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
গত বুধবার বিকেলে বরকলে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ আয়োজনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’ এর কৃষি ইউনিট। সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সম্মাননা প্রাপ্ত উদ্যোক্তারা হলেন: কৃষি খাতে পুরস্কার পেয়েছেন মরিয়ম বেগম (কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ এর জন্য), মো: ইলিয়াছ (পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষের জন্য), প্রাণিসম্পদ খাতে পুরস্কার পেয়েছেন মো: আরিফ (হাঁসের কৃত্রিম হ্যাচারী স্থাপনের জন্য) ও সাকি আক্তার (সুস্বাদু ও অধিক উৎপাদনশীল মাসকোভি হাঁস পালনের জন্য) ও মৎস্য খাতে পুরস্কার পেয়েছেন কাজী মনসুর (মাছের পোনা চাষের জন্য) ও মো: ছাদেক হোসেন (স্বল্প মূল্যে ফিশ ফিড তৈরির জন্য) সম্মাননা পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা এর উপ-প্রধান নির্বাহী মোঃ ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা কৃষি অফিসার মোঃ আজাদ হোসেন, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, মমতা'র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, এএলএফ ইউনিটের উপ-পরিচালক ও ফোকাল পারসন মুহাম্মদ এনামুল হক, মমতা'র এএলএফ ইউনিটেরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনায় অতিথিরা বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়ন কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে, বর্তামান সরকার কৃষিকে আধুনিকায়ন করতে নানা কর্মমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে, কৃষিকে সামনে এগিয়ে নিতে উদ্যোক্তাদের চিন্তা চেতনা আরো উন্নত হবে হবে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভেজালমুক্ত কৃষিপণ্য উৎপাদনে ভূমিকা রাখতে হবে।
এই সম্মাননা প্রদান কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তোলা এবং কৃষি-ভিত্তিক টেকসই উন্নয়নকে উৎসাহিত করাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য।