চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে নিখিল পাল (৪৪) নামে এক পথচারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ) দুপুরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের বাইন্যাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিল পাল চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পালপাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিখিলকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী মেডিকেল হাসপাতালে নেয়া হয়।
দোহাজারী হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা,। আবদুল্লাহ শাহরিয়ার মিশু জানান, নিহত নিখিল মেডিকেলে আনার আগে মৃত্যু বরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক জানান, দূর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যায় কিন্তু ততক্ষণে ঘাতক মাইক্রোবাস পালিয়ে যায়। ঘটনাস্থলে দূর্ঘটনায় নিহতকে পাওয়া যায়নি।