চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গণতান্ত্রিক যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির নেতা লোকমান হাকিম সবুজের উপর আওয়ামীলীগের দোসরদের হামলার প্রতিবাদে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন ও ২নং জোয়ারা ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণসহ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার (২ রা জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ উপজেলার জোয়ারা পাক্কা দোকান থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদামতল গিয়ে শেষ হয়। এরপর আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাঞ্চনাবাদ ইউনিয়ন গনতান্ত্রিক যুবদল সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে চন্দনাইশ পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মোঃ মোজাম্মেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সম্পাদক ও গনতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহরিয়া হোসেন ইমরান। বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আনিসুর রহমান চৌধুরী মেম্বার।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, বৈলতলী ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বশির উদ্দিন, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক শ্রমিকদলের সভাপতি মোঃ আলমগীর, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব রবিউল হোসেন রবি।
অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়ন এলডিপির নেতা আবদুল হাদী, আবদুল জলিল, মুজিবুল্লা, আহমদ হোসেন, আহমদ মুছা, কাদের, গুল মিয়া, নুরু, তৈয়ব, মনজুর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, গত ২৫শে জুন কাঞ্চনাবাদ আল-শাকরা ডায়াগনস্টিক সেন্টারের সামান্য তুচ্ছ্য ঘটনাকে কেন্দ্র করে এলডিপির নেতা লোকমান হাকিম সবুজের উপর আওয়ামীলীগের দোসরদের হামলা করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন। বক্তারা বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে লোকমান হাকিম সবুজের হামলা কারীদের প্রশাসন গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন ঘোষনা করেন।