আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক কমিটি গঠন

Spread the love

চন্দনাইশ প্রতিনিধিঃ গণ অধিকার পরিষদের সহযোগি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন চন্দনাইশ উপজেলার ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ জুন (সোমবার) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুব অধিকার পরিষদের সভাপতি দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আবচারকে আহবায়ক ও আবু হানিফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আগামী ৬ মাসে জন্য চট্টগ্রাম জেলা আওতাধীন যুব অধিকার পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং আগামী ৬মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে।

নতুন কমিটিতে ৮জনকে যুগ্ন-আহবায়ক, যুগ্ন সদস্য সচিব ৬ জন ও ৫জন কার্যকরী সদস্য করা হয়েছে।

তারুণ্য, অধিকার, সমৃদ্ধি এ স্লোগান কে সামনে রেখে আগামী ৬ মাসের জন্য এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সংগঠনের সকল নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহবায়ক মোহাম্মদ আবচার জানান, তারুণ্যের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ ও ডাকসুর ভিপি নুরুলহক নুরের আদর্শ চন্দনাইশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবো।

নবগঠিত কমিটির কমিটির সদস্য সচিব আবু হানিফ বলেন, আমরা চন্দনাইশের তরুণ ও জনসাধারণকে ঐক্যবদ্ধ ও জনবান্ধন চন্দনাইশ বির্নিমানে কাজ করে যাব। সবাইকে আহবান জানাচ্ছি, তারুণ্যের চন্দনাইশ গঠনের গণঅধিকার পরিষদের যোগ দেওয়ার আহবান জানাচ্ছি। গণ অধিকার পরিষদের কার্যক্রমকে গতিশীল করবে বলে আশা ব্যক্ত করেন নতুন দায়িত্ব নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর