চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ- ২৫ উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হলরুমে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম – ১৪ আসনের মনোনীত প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। দরসে কুরআন পেশ করেন দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম।
কর্মী সমাবেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভা আমীর কাজী মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজ, উপজেলা সহকারী সেক্রেটারী হারুনুর রশিদ, জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply