আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা ইরানের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল লক্ষ্য করে এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

ইরানের দাবি, ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে।

ইসরায়েল ইরানে প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

এদিকে, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা।

ইসরায়েলের ওই সামরিক কর্মকর্তা সিএনএনের জেরেমি ডায়মন্ডকে জানিয়েছেন, গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ড্রোন ছুড়েছে।

তার দাবি, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রায় ২০টি ইসরায়েলের বেসামরিক এলাকায় আঘাত হেনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর