আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

Spread the love

নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র সংশোধনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের টিম।

এসময় আঞ্চলিক নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেন এবং অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তদন্ত করে দুদক।

সন্দেহজনক চারটি ব্যাংক একাউন্টের বিষয়ে খোঁজখবর নেন তারা। যদিও এসব একাউন্টের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের দুই শীর্ষ কর্মকর্তার যোগসাজশে এনআইডি সংশোধনে অর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

অভিযানের বিষয়ে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন সাংবাদিকদের জানান, চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খোঁজ নিয়েছি। যেগুলো এরইমধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আমাদের কাছে চারটি ব্যাংক একাউন্ট নাম্বার রয়েছে। যার মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছি। এই ব্যাংক একাউন্টগুলো তাদের নয় বলে জানিয়েছে। আমরা ব্যাংক একাউন্টগুলো কাদের নামে রয়েছে তা যাচাই করবো।

দুদকের অভিযানের বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, যে চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তথ্য নিতে এসেছে তা আগেই নিষ্পত্তি হয়ে গেছে। পাশাপাশি কার্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিলেন। আমরা তা দিয়ে সহায়তা করেছি। আমার কার্যালয়ের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর