আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন

Spread the love

নিউজ ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫০টি নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

বুধবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

প্রতিষ্ঠানটির করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, নগরের ৮ টি ল্যাব নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে পার্কভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল ও শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় ২ জন করে করোনা শনাক্ত।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪৪ জনের মধ্যে ৩৭ জন চট্টগ্রাম নগরের এবং বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর