আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যারিয়ার যাই হোক ভালো মানুষ হওয়াই শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত: মেয়র

Spread the love

নিউজ ডেস্ক: সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ক্যারিয়ার যাই হোক ভালো মানুষ হওয়াই একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত। যদি একজন ভালো মানুষ হিসেবে আমরা যদি সমাজকে আলোকিত করতে পারি, সেটাই হবে আমাদের জন্য মূখ্য।

বুধবার (১৮ জুন) দুপুরে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা স্কুল হেলথ কার্ড চালু করেছি যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়।

শুধু দাঁত বা নখ পরিষ্কার রাখাই নয়, বর্জ্য ব্যবস্থাপনাও যেন তারা ছোটবেলা থেকেই শিখে নেয়।
শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতনতাকে প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, এই শহর শুধু আমার একার না, আমাদের সবার। সবাই মিলে যদি কাজ করি তবে এই শহরকে গ্রীন, ক্লিন, হেলদি এবং সেফ সিটিতে পরিণত করা সম্ভব।

জলাবদ্ধতা বিষয়ে মেয়র বলেন, আমি প্রতিটি খালের উৎস ও গন্তব্য নিয়ে স্টাডি করছি। রাতারাতি সমাধান হবে না, তবে দুই তিন বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে। কারণ আমি সমস্যার শিকড়ে হাত দিচ্ছি।

শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানান।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা, উপসচিব ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ও কলেজের প্রভাষক শিবু চন্দ্র দাস এবং ফারহানা আজিজের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস জারেকা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি এম আইয়ুব খান, রাজনীতিবিদ শামসুল আলম, ডা. এস এম সারোয়ার আলম, কলেজের প্রতিষ্ঠাতা নাছির উদ্দীনের সন্তান ও দাতা সদস্য এস এম ফজলুল বারি, কলেজের প্রাক্তন অধ্যক্ষ জয়নব বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাবাচ্চুম রশিদ তাসমি, হুমায়রা পারভীন মাহি, মানপত্র পাঠ করেন সাবরা সুলতানা, কোরান তেলোয়াত করেন খাদিজাতুল কোবরা, গীতা পাঠ করেন ইতু নন্দী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর