আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল জানিয়েছে, তারা অল্প কিছু সময় আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি প্রতিহত করতে কাজ করছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, জনগণকে অবিলম্বে সুরক্ষিত স্থানে (শেল্টার বা বাংকারে) আশ্রয় নিতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
স্পষ্ট কোনো নির্দেশ ছাড়া কেউ যেন সুরক্ষিত স্থান ত্যাগ না করে। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে জোরালো সতর্ক সাইরেন বাজছে।
যেসব এলাকায় সাইরেন শোনা যাচ্ছে, সেসব এলাকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে ঢুকে পড়ার এবং সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না নিরাপদ ঘোষণা করা হয়।
সূত্র: আল জাজিরা