আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডুমুরিয়া-রূদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবি

Spread the love

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ও রূদুরা গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ দীর্ঘদিন ধরে নাগরিক সেবাবঞ্চিত। উপজেলা সদর থেকে মাত্র ৪০০ গজ দূরে থাকলেও এসব গ্রামের বাসিন্দাদের জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সরকারি সেবা পেতে যেতে হয় প্রায় ৪ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এই অযৌক্তিক ভোগান্তির অবসানে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে রোববার (১৫ জুন) এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

উপজেলা সদরের থানা মোড় থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন ডুমুরিয়া ও রূদুরা গ্রামের সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে নারী-পুরুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশ নেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের মাধ্যমে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও তাহমিনা আক্তার বলেন, এলাকাবাসীর ঐক্য ও সংহতি সত্যিই অনুপ্রেরণাদায়ক। দলমত নির্বিশেষে এমন সংহতি বিরল। ন্যায্য দাবিতে আপনাদের এই উদ্যোগ অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। স্মারকলিপিটি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।

এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল, আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন ও গিয়াস উদ্দিন বাবলু।আমি-আমরা-আমাদের’, ‘আমরা ডুমুরিয়া-রূদুরার সন্তান’সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা মিছিলসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর