চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ভূমি অফিসের আওতাধীন সাতবাড়িয়া ভূমি অফিসের অফিস সহায়ক মোহাম্মদ দয়ান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে মোহাম্মদ দয়ানের বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভাই খলিফা পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রাত ৯টায় উত্তর হাশিমপুর ভাই খলিফা পাড়া রহমানিয়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হবে।