আরফাত হোসেন: চট্টগ্রাম থেকে পাকিস্তান সিরিকোট শরীফের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন গাউসিয়া কমিটির ৭ সদস্যের একটি টিম। গত ৯ জুন রাতে বিমান যোগে এ টিমটি সিরিকোট শরীফের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা আগামী এক সপ্তাহ যাবৎ সংগঠনের কার্যক্রম নিয়ে বার্তা বহন করার পাশাপাশি হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)'র ওরশ মোবারকে যোগদান করবেন। ৭ সদস্যের এ টিমের মধ্যে রয়েছেন- আনজুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের মূখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম মহিউদ্দীন, মদিনা-মনোয়ারা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি নজরুল ইসলাম, বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম, মাওলানা মো. মাসুদুর রহমান, মো. মহিউদ্দীন বাবুল। টিমটি আগামী ১২ জুন ওরশ মোবারকে যোগদান করে সাংগঠনিক কার্যক্রম শেষ করে ১৭ জুন পুণরায় বাংলাদেশে ফিরবেন বলে জানা যায়।