আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ার মাদক কারবারি আইয়ুব আলী ৪ হাজার ইয়াবা সহ ঢাকায় গ্রেপ্তার

Spread the love

পূর্ব আলো ডেস্ক: ঢাকার মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকা থেকে আইয়ুব আলী(৫৯) নামে এক মাদক কারবারিকে ৪ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে । গত ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়া গ্রামের বাসিন্দা।তার বাবার নাম সবদর মিয়া ।

মামলার এজাহার সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতিঝিল থানাধীন আরামবাগস্থ নডরডেম বিশ্ববিদ্যালয়ের পুর্বগেইট এলাকায় অবস্থান করে।পরে সকাল ৭ টার দিকে রাস্তার উপর শ্যামলী এন আর ট্রাভেলস ঢাকা মেট্রো-ব ১১-৮৯৬৯ নম্বরধারী বাস থেকে একজন ব্যাক্তি নামলে সংবাদ দাতার বর্ণনানুযায়ী তাকে আটক করা হয় । আটকের পর তল্লাশি করা হলে আইয়ুব আলী নামে ওই ব্যক্তির ডান হাতে একটি শপিং ব্যাগের মধ্যে ০২টি পলিথিনের প্যাকেটে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পুলিশ গ্রেপ্তারকৃত আসামী আইয়ুব আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলাদতে প্রেরণ করেন।

উল্লেখ্য,আইয়ুব আলী নামের এই আসামী ২০২৩ সালেও ঢাকার দক্ষিণখান থানায় ৫০০ পিস ইয়াবা সহ আটক হয়েছিল।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর