আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তীব্র তাপদাহের পর চাটগাঁয় স্বস্তির বৃষ্টি

Spread the love

নিউজ ডেস্ক: কয়েক সপ্তাহ ধরে চলমান তীব্র তাপদাহের পর চট্টগ্রাম নগরে নেমে এল স্বস্তির বৃষ্টি। একদিকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস, তারওপর প্রতীক্ষিত বৃষ্টির পরশ নগরবাসীর ওষ্ঠাগত প্রাণে যেন একটু শান্তির সুবাতাস ছড়িয়ে দিল।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টা নাগাদ নগরে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা বা সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কোথাও অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেকর্ড অনুযায়ী, দিনের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০ কিমি/ঘন্টা।

চট্টগ্রাম আবহাওয়া অফিস পতেঙ্গা সহকারি আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, বৃষ্টিপাত হচ্ছে। তবে রেকর্ড হবে রাত ১২টায়। দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশদিমক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বৃষ্টির কারণে শহরের লালখান বাজার, বহদ্দারহাটসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে। নগরীর লালখান বাজারে এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ কাজ, বহদ্দার হাটে জলাবদ্ধতা প্রকল্পের খাল নালা সংস্কার কাজের কারণে সংলগ্ন সড়কে কাদার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর