চন্দনাইশ প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় ও চট্টগ্রাম জেলার সহযোগিতায় এবং চন্দনাইশ উপজেলার ব্যবস্থাপনায় ৪১৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। এ কোর্সে ৫০ জন শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। প্রশিক্ষন শেষে সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন।
বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে চন্দনাইশ উপজেলা স্কাউটস এর সহ-সভাপতি ও খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বশরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, কোর্স লিডার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক স্কাউটার মোহাম্মদ সোলায়মান এলটি, প্রশিক্ষক ছিলেন যথাক্রমে রাউজান পশ্চিম নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক স্কাউটার পূরবী বড়ুয়া, এএলটি, পটিয়া বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এএলটি, দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার স্কাউটার মাহবুবুল আলম, উডব্যাজার।
চন্দনাইশ উপজেলা স্কাউটস’র ইউনিট লিডার সাইফুল ইসলাম ও স্কাউটস কমিশনার মোঃ হাবিবুল্লাহ এর যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ ইছহাক, চন্দনাইশ উপজেলা স্কাউটস সম্পাদক মো.ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাফায়েত জেরিন, এডাল্ট লিডার লিমা আকতার প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও মোঃ রাজিব হোসেন বলেন, শিক্ষকতার মহান পেশার পাশাপাশি নিজ নিজ উদ্যোগে স্কাউটিং শিখতে হবে। শিক্ষার্থীদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের মাধ্যমে এগিয়ে নিতে হবে।
কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।
Leave a Reply