চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মোঃ কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোঃ কুরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে কুরবান আলী আম পাড়তে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত ওই আম গাছের ঢাল ভেঙে মাঠিতে পড়ে গুরুতর আহত হন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তখন সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ সাজ্জাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগে ঘটনাস্থলে বৃদ্ধের মৃত্যু হয়।
Leave a Reply