নিউজ ডেস্ক: ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার জয়েন্ট সেক্রেটারি ও ইমামের লেবাসের আড়ালে করে আসছিল মাদক ব্যবসা। নিরাপদে কক্সবাজার পার হলেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রামে।
আজ রোববার (১১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে চট্টগ্রামের রেলস্টেশনে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ ধরা পড়ে আব্দুস সালাম মোল্লা (৫৪) নামের সেই মাদক কারবারি।
গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা নারায়নগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দার নয়াপাড়া এলাকার মোল্লাপাড়ার মৃত আব্দুল তাহের মোল্লার ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর- চট্টগ্রাম মেট্রোর উপপরিচালক হুমায়ন কবির খন্দকার।
তিনি জানান, চট্টগ্রাম মেট্রোর উপ-পরিদর্শক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আসামি আব্দুস সালাম মোল্লাকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম মোল্লা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা করে আসছে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া, মাদারীপুরসহ বিভিন্ন জায়গায় সেগুলো সরবরাহ করতেন।