চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ - ২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”।
শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ, প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক উৎপল চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।