চন্দনাইশ প্রতিনিধিঃ গোপন সংবাদে আর্মির গোয়েন্দার তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের উপর সার্বক্ষণিক নজরদারি এবং সেনাবাহিনীর গাড়ী বিভিন্ন অভিযানের কার্যক্রমের জন্য ক্যাম্প হতে বের হলে উপরোক্ত ব্যাক্তিগন তথ্য পাচার করার কারণে ৪জন তথ্য পাচারকারী আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্প।
মঙ্গলবার (৬ মে) রাত ১০টার থেকে রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয় এর নির্দেশে একদল সেনাবাহিনী বিভিন্ন পয়েন্ট হতে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেন বলে জানা যায়।
আটককৃত তথ্য পাচারকারীরা হলো, চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর জোয়ারা নগর পাড়া মৃত ছালেহ আহমেদের ছেলে মোঃ আব্দুল গফুর (৬২), কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কাঞ্চননগর মোঃ আলীর ছেলে মোঃ ফয়জুর রহমান (৪৫), কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আফজাল আলীর ছেলে মোঃ জসিম (৩৬) ও কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে মোঃ জাহেদুল ইসলাম (৩৬)। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে চন্দনাইশ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।