বান্দরবানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস এবং মাদ্রাসার হাফেজদের মাঝে পাঞ্জাবী বিতরণ করেছে এপেক্স ক্লাব অব বান্দরবান।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় সদর উপজেলার সুইচা কারবারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাশেমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়। একই দিনে সুলতানপুর মাদ্রাসার ২০ জন হাফেজ শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপে. অ্যাড. মনিরুল ইসলাম পান্না, ন্যাশনাল প্রেসিডেন্ট, এপেক্স বাংলাদেশ।
এপে. নিনি প্রু-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপে. নাসিম আহমেদ, জাতীয় সহ-সভাপতি, এপে. ভুবন লাল ভারতি, পিএনপি, এপে. সুপঙ্কর বড়ুয়া, এনআইআরডি, এপে. ডা. হিমেল সাহা, জাতীয় সেবা পরিচালক, এপে. সৈয়দ মিয়া হাসান, জেলা গভর্নর-০৩, এপে. মো. মঈনুল ইসলাম জীবন, ন্যাশনাল ট্রেজারার, এবং এপে. মো. লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান, আইপিএনএসডি, এপেক্স বাংলাদেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এপে. মো. কামাল পাশা, আইপিডিজি-৩, এপে. বিরু লাল তনচঙ্গা, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সাঙ্গু, মোঃ মোরশেদ প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অব খুলনা সিটি, এপে. মো. আলমগীর আলম, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব পটিয়া, এপে. মো. তৈয়ব আলী, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব লামা, এপে. মো. মোজাম্মেল হক, অতীত সভাপতি, বান্দরবান ক্লাব, এপে. নিউ উইন হিলি প্রু , অতীত সভাপতি, নীলাচল ক্লাব, এপে. প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব অব সাঙ্গু, এবং এপে. মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর, সাঙ্গু ক্লাব, বান্দরবান ক্লাবের মুনমুন, মোঃ ইকবাল ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, সাঙ্গু, পটিয়া ও লামার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এপেক্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা জানান।