চন্দনাইশ প্রতিনিধিঃ 'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য ' এ শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে মহান আন্তর্জাতিক মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ শাখা।
বৃহস্পতিবার (০১ মে) সকালে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট চত্বর থেকে
র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়। পরে চন্দনাইশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও থানা জামায়াত ইসলামের নেতা-কর্মীরা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং সভাপতি কামরুদ্দীন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চন্দনাইশ উপজেলা আমীর ও প্রধান উপদেষ্টা মাওলানা কুতুব উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো: শফিউল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের চন্দনাইশ পৌরসভার আমীর ও প্রধান উপদেষ্টা মাওলানা কাজী কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাওলানা নাজিম উদ্দীন, বায়তুল মাল সম্পাদক আবদুর রহিম সওদাগর,
হাফেজ মোঃ আলম, মাস্টার তৌকির আহমদ, আবদুল মুবিন, মাওলানা জসিম উদ্দিন, কলেজ গেইটের ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম, মফিজুর রহমান, মোঃ আইয়ুব প্রমুখ।