চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম হাশিমপুর জাফরের বাগান বাড়ি ফাতেমা করিম জামে মসজিদের ২০০ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা মে) সকালে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাফর আহম্মদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন চন্দনাইশ পৌরসভা এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোঃ মহিউদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ইদ্রিস, ইউপি সদস্য মোঃ রহমত উল্লাহ্, চন্দনাইশ পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের আহবায়ক মোঃ নাজিম উদ্দীন, চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মো: শাকিল চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নাছির উদ্দীন প্রমুখ সহ স্থানীয় মুসল্লিবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।