চন্দনাইশ প্রতিনিধিঃ স্বপ্ননগর সোসাইটি ও অর্ক’র উদ্যোগে গত ২৯ এপ্রিল বিকেল ৫টায় স্বপ্ননগর বিদ্যানিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হলো “হাতের মুঠোয় পাতা ফাঁদ” শিরোনামে ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা সচেতনতা বিষয়ক সিরিজ কর্মশালার প্রথম আয়োজন।
কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট আইনজ্ঞ সবুজ পাল। আয়োজক সংগঠনের পক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন স্বপ্ননগর সোসাইটির সভাপতি ধ্রুব জ্যোতি হোর এবং নির্বাহী সদস্য সুজা আল মামুন। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমন্বয়কারী সাইফুজ্জামান সাকন, সহকারী শিক্ষক কাউছার বেগম এবং সুচিত্রা ভৌমিক। অনুষ্ঠানটি মাঠ পর্যায়ে সংগঠিত ও সঞ্চালনা করেন স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি ও নাসিং শিক্ষার্থী সাগরিকা দাশ।
কর্মশালায় বক্তারা নিচের বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে বলেন,” যাচাই-বাছাই ছাড়া অনলাইন তথ্য বা প্রস্তাবে সাড়া দিলে প্রতারণার ফাঁদে পড়ার আশঙ্কা থাকে। ডিপফেইক বা প্রযুক্তিনির্ভর ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়ে ব্যক্তিগত ও সামাজিক ক্ষতি সাধন করা হচ্ছে এবং যাচাই ছাড়া পুরাতন বা ব্যবহৃত মোবাইল ফোন কেনা অনিরাপদ, এতে ডেটা চুরি ও অপরাধের ঝুঁকি থাকে”।
এই কর্মশালার মাধ্যমে তরুণ সমাজ এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করার লক্ষ্য নেয়া হয়েছে। সিরিজ কর্মশালাটি পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষদের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a Reply