আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

Spread the love

অনলাইন ডেস্ক

পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন। রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কালাম (৫৫) পটিয়ার উত্তর খরনা ফকিরপাড়ার কালা মিয়ার পুত্র। আহতরা হলেন- ওই এলাকার আব্দুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো: ব ১৫-৮৮৩৪) ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর