আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গাউসিয়া কমিটির ওরশ শরীফ ও স্মরণ সভা অনুষ্ঠিত

Spread the love

আরফাত হোসেন:

চট্টগ্রামের চন্দনাইশে গাউসিয়া কমিটি বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে ফাতেহা-ই ইয়াজদহুম, ছিরিকোট শরীফ দরবারের তিন আওলাদে পাক ও ফানাফিশ শায়েখ মোহাম্মদ মহসিন (রহঃ)’র ওরশ শরীফ ও স্মরণ সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর বিকালে উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফ্যাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন সবুর, উদ্বোধক ছিলেন প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মোহাম্মদ মহিউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন, মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। গাউসিয়া কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদারের সঞ্চালনায়, আলোচনায় অংশ নেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ মাস্টার, সাবেক সহ- সাধারণ সম্পাদক প্রফেসর এম এ মন্নান, মাওলানা শাহ খলিলুর রহমান নিজামী, মাওলানা আবদুর রহিম আনসারী, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মাওলানা ফেরদৌস আলম আল- কাদেরী, মাওলানা আবুল কাশেম আনসারী, অধ্যক্ষ সিরাজুল ইসলাম তৈয়্যবী, জাফর আহমদ খান, মোহাম্মদ মোরশেদুল আলম, শরফুউদ্দিন চৌধুরী কাজল, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন চৌধুরী, সরোয়ার উদ্দিন, সাহেব মিয়া সওদাগর, মহিউদ্দিন প্রমুখ। সকালে ৩ শতাধিক মহিলাদের নিয়ে মহিলা দাওয়াত- এ খায়র মহফিল সম্পন্ন হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর