আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পাদকরাই জাতির দুর্দিনে নেতৃত্ব দিয়ে থাকে

Spread the love

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এডিটর,স ফোরাম চট্টগ্রাম শাখার বিভাগীয় অফিসে উদ্বোধন উপলক্ষে ২৩ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম স্টেডিয়াম মার্কেটে বাংলাদেশ এডিটর’স ফোরাম অফিসে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টবানীর পত্রিকার সম্পাদক মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে অফিস উদ্ভোধন করেন বাংলাদেশ এডিটর’স ফোরামের জাতীয় কমিটি সভাপতি মিজানুর রহমান চৌধূরী। এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সদস্য প্রবীন সাংবাদিক নেতা ও বীর মুক্তিযুদ্ধা মঈনু উদ্দিন কাদেরী শওকত।

এসময় বক্তব্য রাখেন দি ক্রাইম সম্পাদক আশিষ চন্দ্র নন্দী, ইন্টারন্যাশনাল মিডিয়া সম্পাদক মুনির চৌধূরী, বিডি টোটাল নিউজ এর সম্পাদক ওসমান জাহাঙ্গীর, কর্ণফুলী সংবাদ পত্রিকার সম্পাদক এম আর তাওহীদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মঈনু উদ্দিন কাদেরী শওকত বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংকট আন্দোলন সংগ্রামে সম্পাদকরা নেতৃত্ব দিয়ে থাকে। ভারতের ইন্দিরা গান্ধীর শাসন আমলে স্টেইটম্যান্ট পত্রিকার সম্পাদক সহ অন্যান্য সম্পাদকরা নেত্রীত্ব দিয়েছেন আমাদের দেশে মাওলানা আকরাম খা, তোফাজ্জল হোসেন, মানিক মিয়া, আব্দুস ছালাম, জহুর হোসেন চৌধূরী ও ব্যারিস্টার মঈনুল হোসেন, সৈরাচার ও ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছিলেন, তিনি দেশের সকল সম্পাদক দের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর