আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ই-কমার্স জোন কতৃক অনলাইন বিজনেস মিলন মেলা ও সর্বধনা সভা অনুষ্ঠিত

Spread the love

পটিয়ায় প্রথম বারের মত ই- কর্মাস জোন কতৃক আয়োজিত মিলন মেলা ২০২৪ ও সংবর্ধনা গতকাল পটিয়া ফ্যামেলি কিচেন রেষ্টুরেন্ট এ এডমিন মোরশেদুর রেজা সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের ১নং সদস্য সমাজ সেবক ইন্জিনিয়ার মনজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,সংবর্ধিত অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার ২০২৫ বর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট আলমগীর আলম, সেক্রেটারি এন্ড ডিএনই মোরশেদুল আলম,আবু সাঈদ তালুকদার খোকন, ব্যাবসায়ী নুরুল আলম সওদাগর, এস এম আবু হেনা, ইন্জিনিয়ার আবদুল হামিদ, হারুনুর রশীদ সওদাগর, সফল নারী উদ্যোক্তা সাবিকুন্নাহার ঋতু,পটিয়া ই-কমার্স ফ্যামিলির এডমিন আবু সালেহ মোহাম্মদ রিদুয়ান,ফয়সাল রহমান প্রমুখ।

এতে সংবর্ধিত প্রধান অতিথি খোরশেদ আলম বলেন সততা ও দায়িত্বশীলতার সাথে ব্যাবসা করলে সফল হওয়া সম্ভব। তরুন উদ্যোত্তারা নিজেদের সাভলম্বী করতে ভিবিন্নভাবে চেষ্টা করছেন দেখে আমি অনিন্দিত হয়েছি। এ ধরনের বেশি বেশি আরও আয়োজন করলে তরুন সমাজ বিপদগামী হবে না। তিনি পটিয়ার সন্তানদের সফল হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে বিভিন্ন উদ্যোত্তারা তাদের খাবারসহ নানা পন্য সামগ্রির কেক কেটে শুভ উদ্বোধন করেন অতিথিদের সাথে নিয়ে। পরে সামাজিক ও মানবিক কাজের অবদানের জন্য তরুন ও ব্যাবসায়ীদের সংবর্ধনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর