আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আনোয়ারার নবাগত ইউএনও তাহমিনা আক্তার

Spread the love

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো. ইশতিয়াক ইমনকে বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলী করা হয়েছে।একই আদেশে তার স্থলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তাহমিনা আক্তারকে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে গত রোববার (১০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা’র সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর আগে সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২২ সাল থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত ছিলেন। এছাড়াও তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়ে সর্বশেষ রাজস্ব শাখায় কর্মরত ছিলেন।৩৫তম ব্যাচের এই কর্মকর্তার নিজ জেলা শেরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর