মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করবেন মোঃ রাজিব হোসেন। রবিবার (২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন (১৮২৮১)কে নতুন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
নবাগত ইউএনও মোঃ রাজিব হোসেন সোমবার (৩ নভেম্বর) যোগদান করার কথা রয়েছে। চন্দনাইশ উপজেলায় তিনি চাকরিজীবনে প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।
নবাগত ইউএনও মোঃ রাজিব হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক পুত্র সন্তানের জনক।
সরকারি নির্দেশনা মোতাবেক চন্দনাইশ বাসীর উন্নয়ন ও সম্মৃদ্ধি করার প্রত্যয়ে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মোঃ রাজিব হোসেন।
এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদী জেলায় পদায়ন করা হয়েছে।
Leave a Reply