আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় সমবায় দিবস পালিত

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

“সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ নভেম্বর (শনিবার) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা উপজেলা সমবায় অফিসার মোঃ সামসুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা । বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা, সমবায় সমিতির নিবন্ধিত বিভিন্ন সমিতির সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর