মো. নুরুল আলম , চন্দনাইশঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋন বিতরণের মাধ্যমে চন্দনাইশে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। চন্দনাইশ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচীর আয়োজন করে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সেখানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ্ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আয়ুব খান, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম প্রমুখ। আলোচনা সভা শেষে যুব ঋনের চেক ও প্রশিক্ষন ভাতা বিতরণ করা হয়।
Leave a Reply