আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদোন্নতি পেয়ে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক হলেন চন্দনাইশের ইউএনও মাহমুদা বেগম

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশঃ

সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় পদোন্নতি পেয়ে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম।

বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন শাখা-২ এর উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম (১৭৬৩৬) কে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদোন্নতি দেওয়া হয়।

৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য মাহমুদা বেগম বিগত ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম বলেন, চন্দনাইশের মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। চন্দনাইশবাসী উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগীতা করেছেন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং চন্দনাইশ বাসীর কাছে কৃতজ্ঞ। পরবর্তী কর্মস্থলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর