আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

Spread the love

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতাগীতে শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় আগামী ২৫ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত ।

সোমবার (১৪ অক্টোবর ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল রাঙ্গুনিয়া থানার ওসিকে এ নির্দেশ দেন। এর আগে গত ৭ আগস্ট গুনগুনিয়া বেতাগী কমিউনিটি সেন্টার এলাকায় শহীদ মিনারে ভাংচুরের ঘটনা ঘটে ।

এ ঘটনায় আদালতে মামলা করেন বেতাগী ইউনিয়নের কাজী বাড়ীর জনৈক কাজী মোহাম্মদ রাশেদ হাসান। মামলায় ৫ জনকে আসামী করা হয়।আসামীরা হচ্ছে , খলিলুর রহমান (৫৫), আজগর আলী (৩৮), রুবেল(৩৪), আবু সৈয়দ বলি (৬৫), নুরুল আবছার (৩৫)। আসামীরা ওই এলাকার বাসিন্দা। ছাত্র-জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আসামীরা শহীদ মিনারে হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর