আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দনাইশ পৌরসভার কর্মী সম্মেলন

Spread the love

মো. নুরুল আলম, চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। দরসে কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মো. নুরুল কাদের এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভার আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা আইয়ুব আলী, সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আরিফুর রশিদ, জামায়াতে ইসলামীর উপজেলা বায়তুল মাল সম্পাদক আবদুল খালেক নেজামী, চন্দনাইশ শহর শিবির শাখার সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, অধ্যাপক আযম খাঁন, উপস্থিত ছিলেন জামায়াত নেতা শফিউল ইসলাম, আবদুল মান্নান, হারুনুর রশিদ, জমির আদনান, মোজাফফর আহমদ জাফর, ব্যবসায়ী আবদুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল, কমর উদ্দিন সিকদার, সংগীত পরিবেশন করেন শামীম, রাকিবুল ইসলাম ও মুসফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর