আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত

Spread the love

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার কুয়াইশ-অক্সিজেন সড়কের নাহার গার্ডেন এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন— হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকায় মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)।

জানা যায়, আনিস কুয়াইশ এলাকার মৃত ইসহাকের ছেলে এবং মাসুদ হাটহাজারী শিকারপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের ছেলে। দুর্বৃত্তরা নাহার গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের উপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা জানান, হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর