আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার শাস্তির দাবীতে বোয়ালখালীতে যুবদলের অবস্থান কর্মসূচি

Spread the love

নিজস্ব সংবাদদাতাঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বোয়ালখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার গোমদণ্ডী ফুলতলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যােগে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এদিন বিকেল ৩টায় উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম ইকবালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ ইউনুস চৌধুরী, মজিবত উল্লাহ মজু, এসএম ইকবাল পাশা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম এ মঞ্জুর,আজাদ খান, ইস্কান্দর মির্জা,বখতিয়ার উদ্দিন মেম্বার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,সহ-সভাপতি এস এম জসীমউদ্দীন মেম্বার,আব্দুল আলম নীরব,মোঃ নুরুল আবসার,মোঃ শহিদুল আলমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ছাত্র-জনতার এ অর্জন কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর