আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচ লাখের বেশি চারা লাগাবে চসিক

Spread the love

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও সবুজ নগর গড়ার প্রত্যয়ে পাঁচ লাখের বেশি চারা লাগানোর কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৮ জুলাই) দুপুরে টাইগারপাসের বিন্নাঘাস প্রকল্প এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

মেয়র বলেন, পরিকল্পিতভাবে গাছের চারা লাগিয়ে পরিবেশ রক্ষা করতে হবে। আজ বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন। যা ঠেকাতে বৃক্ষরোপণ অপরিহার্য।

তিনি বলেন, আমরা যেমন পরিবেশকে আঘাত করেছি তেমনি পরিবেশও আমাদের প্রতি বৈরী আচরণ করছে। যার ফলে অতিরিক্ত খরা ও অতিবৃষ্টি দেখা দিচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চল সৃষ্টি করতে হবে।

আমরা বৃক্ষরোপণ কর্মসসূচিসহ নগরের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লাখ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। এ ছাড়া প্রত্যেক কাউন্সিলরকে নিজ নিজ ওয়ার্ডে রোপণের জন্য ৫ হাজার করে চারা দেওয়া হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে নগর সবুজ করে তুলতে পারবো মনে করি।

এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা শরিফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন জয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর