আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকায় ধাক্কা লেগে নিখোঁজ ১

Spread the love

অনলাইন ডেস্ক:

কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা উল্টে আশরাফ উদ্দিন কাজল নামে এক ব্যক্তি তলিয়ে গেছে। শনিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আশরাফ উদ্দিন কাজল (৪৮) কর্ণফুলী নদীর পূর্বপ্রান্ত বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখ পাড়া এলাকার বাসিন্দা। তিনি বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নির্বাচিত পরিচালক।

তাকে উদ্ধারে অভিযানে নামে ফায়ার সার্ভিস। প্রায় তিন ঘণ্টা তল্লাশী অভিযানের পর রাত ৯ টার দিকে অভিযান স্থাগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

বোয়ালখীল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, নৌকা উল্টে দুজন নদীতে পড়ে যাওয়ার পর একজনকে স্থানীয়রা উদ্ধার করেন। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশি চালিয়েছে। যেহেতু রাত হয়েছে তাই আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আবারও অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর