আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০৬ আসনের ফল ঘোষণা: বিজেপি ১১০, কংগ্রেস ৪৬

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ২০৬ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি ১১০ আসনে জয় পেয়েছে আর কংগ্রেস জিতেছে ৪৬ আসনে। ৫০ আসনে জয় পেয়েছে বাকি দলগুলো । ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সর্বশেষ এ ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ১২৯ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫৩ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ২৭ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৫ আসনে।

বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে, একই হিসেবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।
বহিষ্কৃত সেই কংগ্রেস নেত্রী মহুয়া সবার আগে জয়ী

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর